কল্পনা শক্তি বাড়াতে ড্রয়িং খুব কার্যকর একটা উপায়
ছোটবেলা থেকেই আমি ড্রইং এ ভালো না তাই ড্রইংগুলো সুন্দর হয়নি। কিন্তু আপনার কিউরিয়াস ছোট্ট সোনামণি হয়তো এই ট্যাবলেটে তার কল্পনার রং ছড়িয়ে বিভিন্ন ড্রয়িং করতে পারবে। এছাড়াও A B C D অথবা “ক খ” শেখাতেও এটা কাজে দিবে।
স্পাইডার ম্যান থিমের এই ট্যাবলেটটি বাজারের যেকোনো রেগুলার ট্যাবলেট এর থেকে খুব ভালো বিল্ড কোয়ালিটির। হাতে খুব প্রিমিয়াম ফীল দেয় এবং এটা এবিএস ম্যাটারিয়াল দিয়ে তৈরি।